শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ
  • যোগাযোগ
  • 01711021919
  • ইমেইল
  • shashidaltahercollege@gmail.com
  • ঠিকানা
  • শশীদল, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা - ৩৫২৬
  • Menu
    প্রতিষ্ঠানের ইতিহাস

    College Image

    প্রথম কলেজ প্রতিষ্ঠার চিন্তা ও পরিকল্পনায় যারা দিলেন তাঁরা হলেন ময়নাল হোসেন (প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত), আবদুর রশীদ (প্রাক্তন চেয়ারম্যান), আলহাজু প্রফেসর হারুনুর রশীদ, আলহাজ ছিদ্দিকুর রহমান, আলহাজ্ব আবুল কাশেম মাস্টার, বাবরু মিয়া সর্দার, আবু তাহের মেম্বার (প্রয়াত), আবদু মিয়া (প্রয়াত), আবদুর রশিদ, বাদশা মিয়া মেস্বার (প্রয়াত) হাজী মতিন মেম্বার, হাজী আবুল হাশেম মাস্টার। ‘তারা একত্রে আলহাজ্ৰ মুহাম্মদ আবদুল বারী স্যারের (প্রয়াত) নিকট কলেজ করার অনুভূতি প্রকাশ করেন এবং উনার সম্মতি ক্রমে আমরা দুই ভাই আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের ও আলহাজ্ব মুহাম্মদ ‘জাহের ২০০১ সালে কলেজের নির্মাণ কাজ শুরু করি। আসলে কলেজের মুল রূপকারই হলেন আলহাজ্ব মুহাম্মদ আবদুল বারী স্যার (প্রয়াত)। কলেজটি প্রতিষ্ঠা হয় ২০০১ সালের ৪ ফেব্রুয়ারি। কলেজের ভিত্তি প্রস্তার স্থাপন করেন-অলিয়ে কামেল চট্টগ্রামস্থ দরবারে বারীয়ার পীর সাহেব হাফেজ মাওলানা সৈয়দ আবদুল বারীশাহ। এরপর ‘কলেজ নির্মাণ কাজ উদ্বোধনের জন্য চট্টগ্রামস্থ দরবারে বারীয়ার পীর সাহেব হাফেজ মাওলানা আলহাজ্ব সৈয়দ আবদুল বারীশাহ্‌ সাহেবের অনুমতিক্রমে ওনার উত্তরসূরী মেঝ সাহেবজাদা শাহজাদা মুফতি সৈয়দ সামছোদ্দোহা বারী কলেজের মাটি কাটার কাজ উদ্বোধন করেন। কলেজ প্রতিষ্ঠার পরবর্তীতে যাঁরা সহযোগিতা করেছেন তাদের অন্যতম হলেন আবদুল মতিন মেম্বার, আলহাজ সহিদ মিয়া, আলহাজ মুহাম্মদ ছিদ্দিকুর রহমান মাস্টার, আবদুর রশীদ (চেয়ারম্যান), মো. ময়নাল হোসেন চেয়ারম্যান (প্রয়াত), জসিম উদ্দিন (তারা মিয়া), প্রয়াত, আলহাজ্ব আবুল কাশেম মাস্টার, মো. ইদ্রিস স্যার (প্রয়াত), মো. শার্জাহান (প্রয়াত), ওবায়েদ উল্লাহ মাস্টার, প্রভাষক নজরুল ইসলাম. মোহাম্মদ শাহ আলম ডা. আবদুল খালেক, আঃ রশিদ, বাবুল মালদার, মোখলেছুর রহমান সহ আরো অনেক। কলেজের পাঠদানের অনুমতি. একাডেমিক ব্বীকৃতি ও এমপিওভুক্তিতে যাদের অবদান চিরম্মরণীয় তাঁরা হলেন সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক পরিচালক গাজীউল হক হাসান খান, আলহাজ মুহাম্মদ সামসুল ইসলাম (আমার ছোট মামা), বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ হীল বাকী, কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। শিক্ষক- ‘কর্মচারী নিয়োগে সার্বিক সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করেন আলহাজ্ব অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ‘হারুনূর রশীদ, বীর মুক্তিযোদ্ধা।