শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ
  • যোগাযোগ
  • 01711021919
  • ইমেইল
  • shashidaltahercollege@gmail.com
  • ঠিকানা
  • শশীদল, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা - ৩৫২৬
  • Menu
    শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অবিস্মরণীয় সাফল্য

    কুমিল্লা শিক্ষাবোর্ডের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় বরাবরের ন্যায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। কলেজের মোট পরীক্ষার্থী ছিল ৩৮০জন। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ১৯৮জন। জিপিএ ৫ প্রাপ্তির শতকরা হার ৫২.৩৮%, পাশের হার ৯৮.৯৫%। কলেজের এমন সাফল্যে কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টায় এই সাফল্য।’ এ সাফল্যে তিনি কলেজের সাবেক দাতা ও সভাপতি, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের স্মৃতির প্রতি উৎসর্গ করেন। কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করেছিলাম। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। এই রেজাল্টই তার প্রমাণ। আমি কলেজের ধারাবাহিক সাফল্যে যাদের সম্পৃক্ততা সবাইকে শ্রদ্ধ ভালোবাসা জানাচ্ছি।’ তিনি আরো বলেন, আমার ভাই মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের দেখানো পথেই কলেজটি পরিচালনার চেষ্টা করছি। তিনি মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহেরের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং কলেজের ধারবাহিক সাফল্য যেন আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যায় তার জন্য সকলের সুপরিকল্পিত সহযোগিতা প্রত্যাশা করেন।

    20+

    শিক্ষক

    3+

    বিভাগ

    10+

    ক্লাস রুম

    900+

    শিক্ষার্থী