শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান,কলেজ পরিচালনা পর্ষদ এর সম্মানিত সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজীবন দাতা সদস্য ও পরিচালনা পর্ষদ এর সদস্য মুহাম্মদ আবু ছাইব বাপ্পী, কুমিল্লা জেলা(দ:) ছাত্রলীগের সাবেক সভাপতি ও কলেজের দাতা সদস্য মুহাম্মদ আবু তৈয়ব অপি, দাতা সদস্য মুহাম্মদ আল-রাকিব অরুপ। আরো উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদ এর সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাষ্টার, পরিচালনা পর্ষদ এর সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো: ছিদ্দিকুর রহমান মাষ্টারসহ পরিচালনা পর্ষদ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবুল হোসেন সরণ। বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ আবু ছাইব বাপ্পি বিভিন্ন অনুপ্রেরণামুলক বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান, আবু তৈয়ব অপি তার বক্তব্যে শিক্ষার্থীদের কে কলেজের কঠোর অনুশাসন ও নিয়ম শৃঙ্খলার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, এই বিষয়ে কোনো আপোষ নেই, এর ব্যত্যয় ঘটলে কাউকেই ছাড় দেয়া হবে না। অনুষ্ঠানের সভাপতি, কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবুল হোসেন সরণ তার স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের দিক নির্দেশনামুলক বক্তব্য উপস্থাপন করেন। তিনি কলেজের অতীতের ভালো ফলাফল এর কথা উল্লেখ করে বলেন, এই কলেজ টি কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম সেরা কলেজ, একটি সুনামধন্য কলেজ। তোমাদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, জবাবদিহিতামূলক সাপ্তাহিক টিউটোরিয়াল পরীক্ষা, অগ্রগামী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদা ক্লাস, উচ্চ শিক্ষায় ভর্তির ক্ষেত্রে প্রস্তুতিমূলক পরীক্ষা, সহ-শিক্ষা কার্যক্রম, গাইড টিচারের তদারকি, অধ্যক্ষ স্যারের নেতৃত্বে হোম ভিজিট,নিয়মিত অভিভাবক সমাবেশ, মোবাইল ব্যবহার নিষিদ্ধ, আচরণ, ব্যবহার, কঠোর পরিশ্রম ও ভালো ফলাফল এর মাধ্যমে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যোগ্য নাগরিক গঠন করে কলেজের দাতা ও সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা, কলেজের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের চেয়ারম্যান মহোদয়ের স্বপ্নের কলেজটিকে সারা দেশের সেরা কলেজে পরিণত করবো ইনশাআল্লাহ, বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থীরা নৃত্য, কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক খলিলুর রহমান ও তার দল কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কলেজের সহকারী অধ্যাপক মো.শরীফ খান, প্রভাষক মোহাম্মদ ওবায়দুল হক, প্রভাষক মো.অনোয়ারুল আজীম। পরে কুমিল্লার আমন্ত্রিত জনপ্রিয় শিল্পী জসীম,বাপ্পি,বাধন, রিমতী, সংগীত পরিবেশন করে শিক্ষার্থীদের আনন্দে মাতিয়ে তোলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পরিসংখ্যান বিষয়ের প্রভাষক মোহাম্মদ ওবায়দুল হক ও ইংরেজি বিষয়ের প্রভাষক ননী গোপাল সুত্রধর।