সৃষ্টির আনন্দ অপরিমেয়। যা নেই তা সৃষ্টি করা যেমন কঠিন, এই কঠিনকে বাস্তবে রূূপদান করা আরো কঠিন। এই কঠিনতর সবপ্ন, সাধ আর ভালবাসা দিয়ে ২০০১ খ্রিষ্টব্দে শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের উন্মেষ ও যাত্রা। পথ যেমন পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্ট করে তেমনি সেই সৃষ্ট আলোর পথের দিশারী জীবন পথের পথিক কলেজের স্বপ্নদ্রেষ্টা দাতা ও সভাপতি সাবেক উপজেলার চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের মহােদয়কে সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি এবং প্রার্থনা করি আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ স্থানের মেহমান হিসেবে কবুল করেন, আমিন। কৃতজ্তা জাপন করছি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ব্রাহ্মণপাড়া উপজেলার জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের মহোদয়কে যিনি কলেজটিকে একদল বিচক্ষণ পরিচালনা পর্যদ নিয়ে আধুনিক ও বিজ্ঞান সম্মত মেধা চর্চার আদর্শ শিক্ষানীড় হিসেবে এগিয়ে নিয়ে যাচে্ছেন কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম স্যারের প্রতি যার অক্লান্ত পরিশ্রম, মেধা, দঢ় মনোবল ও সঠিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করে এক ঝাঁক দক্ষ মেধাবী শিক্ষক নিয়ে কলেজটিকে কমিল্লা বাের্ডের ২য় স্থান সহ অনেক বার সেরা কলেজ গুলাের অন্যতম স্থান দখল করে সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে আমি আমার সবচ্চটি প্রয়োগের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাবন্দের মননশীল সষটি কর্ম যথাযথ অনুশীলনের মাধ্যমে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য, শিল্প, সুস্থ সংস্কৃতি বিকাশের মধ্য দিয়ে কলেজটিকে বর্তমান সরকারের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের যোগ্য নেতৃত্বদান প্রতিষ্ঠানে রূপদান সহ দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে উন্নীত করার লক্ষে আমাদের অভিযাত্রা।